ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

বরিশাল: বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মকবুল হোসেন (৬১) নামে এক ঘাট শ্রমিকদের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ জুলাই) দুপুরে কীর্তনখোলা নদী সংলগ্ন রসুলপুর চর কলোনিতে এ দুর্ঘটনা ঘটে।

কমবুল হোসেন ওই এলাকার মৃত কাশেম আলীর ছেলে।

তিনি বরিশাল নদীবন্দরে ঘাট শ্রমিকের কাজ করতেন।

নিহতের মেয়ে লিজা আক্তার বাংলানিউজকে জানান, বাথরুমে যাওয়ার পথে সেখানে থাকা বৈদ্যুতিক তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন মকবুল হোসেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।