ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৪৮টি আইএসপি’র লাইসেন্স বাতিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
৪৮টি আইএসপি’র লাইসেন্স বাতিল

ঢাকা: লাইসেন্স নবায়ন না করায় ৪৮টি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের (আইএসপি) লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সোমবার (২২ জুলাই) বিটিআরসি’র লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের পরিচালক এমএ তালেব হোসেন স্বাক্ষরিত পৃথক দু’টি আদেশে একথা জানানো হয়েছে।

এতে বলা হয়, আইএসপি লাইসেন্সের শর্তানুযায়ী লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর উত্তীর্ণ হওয়ার ১৮০ দিন আগেই পরবর্তী মেয়াদের জন্য নবায়ন করতে হবে।

মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও নবায়ন না করায় এসব আইএসপি’র লাইসেন্স বাতিল করা হয়েছে।

আগামী এক মাসের মধ্যে সব পাওনা পরিশোধের নির্দেশ দিয়ে বলা হয়েছে, অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তালিকা বিটিআরসির ওয়েবসাইটেও দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।