ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিএআরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
সিএআরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র

ঢাকা: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে (সিএআর) জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আভিযানিক দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন আতিকুল ইসলাম নামে এক বাংলাদেশি শান্তিরক্ষী।

রোববার (২১ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে দেশটির বেলেকো নামক স্থানে তিনি মারা যান। আতিকুল নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা।

সোমবার (২২ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে (সিএআর) জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আভিযানিক দায়িত্ব পালনকালে ২১ জুলাই স্থানীয় সময় আনুমানিক সাড়ে ৯টায় বেলেকো নামক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন আতিকুল ইসলাম। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বোয়ার এ অবস্থিত লেভেল-১ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক স্থানীয় সময় পৌনে ১টার (আনুমানিক) দিকে তাকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।