ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুলাদীতে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
মুলাদীতে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

বরিশাল: বরিশালের মুলাদী উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে রফিকুল ইসলাম (৩২) নামে এক যুবকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরেও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রফিকুল ইসলাম মুলাদী পৌর এলাকার নজরুল ইসলাম হাওলাদারের ছেলে। ভিকটিমের প্রতিবেশী।

সোমবার (২২ জুলাই) দুপুরে আসামি রফিকুল ইসলামের অনুপস্থিতিতে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন রাষ্ট্রপ‌ক্ষের আইনজী‌বী স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পি‌পি) ফ‌য়েজুল হক ফ‌য়েজ।

মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৭ ডিসেম্বর দুপুরে বাড়ির সবার অগোচরে শিশুটিকে ধান কুড়ানোর কথা বলে পার্শ্ববর্তী একটি বাগানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় রফিকুল ইসলাম। পরে শিশুটি বাড়িতে এসে বিষয়টি বাবা-মাকে জানালে তারা মুলাদী থানায় মামলা দায়ের করেন।

এরপর ২০১০ সালের ২৩ ফেব্রুয়ারি মুলাদী থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।