ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপু‌রে ৫ টন পলিথিন জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
গাজীপু‌রে ৫ টন পলিথিন জব্দ পলিথিনসহ জব্দ করা ট্রাক, ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫ টন নিষিদ্ধ পলিথিনসহ একটি ট্রাক জব্দ ক‌রে‌ছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২২ জুলাই) দুপু‌রে ঢাকা-ময়মন‌সিংহ মহাসড়কের ওই এলাকা থে‌কে পলিথিন ভ‌র্তি ট্রাক‌টি জব্দ করা হয়।
 
পরিবেশ অধিদফতর গাজীপুর জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার আশরাফ উদ্দিন বাংলানিউজকে জানান, গাজীপুর মহানগর গো‌য়েন্দা ‌পু‌লিশের (ডি‌বি) উপ-প‌রিদর্শক (এসআই) আল আমীন মীর ভোগড়া এলাকা অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিনসহ একটি ট্রাক জব্দ করে।

ট্রাকটি থেকে প্রায় ৫ টন নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে।

এর প‌র নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরীন মাধবীর নেতৃত্বে জেলা প্রশাসন ও প‌রি‌বেশ অ‌ধিদফতর ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা ক‌রে ট্রাক চালক জাহিদুল ইসলাম‌কে ১০ হাজার টাকা জরিমানা এবং তা আদায় ক‌রেন বলেও জানান আশরাফ উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।