bangla news

ধোবাউড়ায় গণধর্ষণ মামলার অন্যতম আসামি গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-২২ ৯:৫২:৪৫ এএম
গণধর্ষণ-প্রতীকী ছবি

গণধর্ষণ-প্রতীকী ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহের ধোবাউড়ায় গণধর্ষণ মামলার অন্যতম আসামি আবু সাঈদকে (২৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২১ জুলাই) রাতে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার সকালে রাজধানীর গুলশানের ঝিলের পাড়া এলাকা থেকে ওই আসামিকে গ্রেফতার করা হয়। পরে আসামি সাঈদ জানিয়েছেন ভুক্তভোগী নারী তার স্ত্রী।  তিনি একাধিক বিয়ে করেছেন এবং টাকার বিনিময়ে এমন কাজ করে থাকেন।

তিনি বলেন, গত ৬ জুলাই পূর্বপরিকল্পিতভাবে অন্যান্যদের নিয়ে এ গণধর্ষণের ঘটনা ঘটান আবু সাঈদ। ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা স্বীকার এবং এতে জড়িত অন্যান্যদের বিষয়েও তথ্য দিয়েছেন সাঈদ। 

তাদের গ্রেফতার করতে ডিবির এলআইসি টিম তৎপর ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান (ওসি) শাহ কামাল আকন্দ।

এর আগে, এ ঘটনায় ১১ জুলাই ধোবাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
এমএএএম/আরএ

ক্লিক করুন, আরো পড়ুন :   ময়মনসিংহ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-07-22 09:52:45