ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কর্মচারীকে পুলিশে সোপর্দ করলো বিমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
কর্মচারীকে পুলিশে সোপর্দ করলো বিমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ঢাকা: কেবিন ক্রুসহ বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়ায় প্রতারণায় জড়িত থাকার অভিযোগে এক কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ওই কর্মচারীর নাম শরিফুল ইসলাম। তিনি বিমানের প্রকিউরমেন্ট সুপারভাইজার পদে কর্মরত। 

রোববার (২১ জুলাই) শরিফুলকে পুলিশে সোপর্দ করে বিমান কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক প্রশাসন (নিয়োগ) ফখরুল ইসলাম বাদী হয়ে বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

মামলার এজাহারে বলা হয়, বিমানে কেবিন ক্রু, ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিসট্যান্ট ও সুইপার পদে নিয়োগের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে শরিফুল। তার মোবাইল ফোনে একাধিক ব্যক্তির পরীক্ষার প্রবেশপত্রের ছবি পাওয়া গেছে। এছাড়া, তার মোবাইলে এ সংক্রান্ত এসএমএস’ও পাওয়া যায়।

এ বিষয়ে বিমানের পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দিন আহমেদ বলেন, প্রতারণার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫২৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
টিএম/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।