ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নদে ট্যাক্সিক্যাব, ৩ ঘণ্টায়ও শুরু হয়নি উদ্ধারকাজ 

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
নদে ট্যাক্সিক্যাব, ৩ ঘণ্টায়ও শুরু হয়নি উদ্ধারকাজ  উদ্ধার অভিযানের জন্য প্রস্তুত হচ্ছেন ডুবুরিরা। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারের আমিনবাজারে সালেহপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাক্সিক্যাব তুরাগ নদে পড়ে যাওয়ার প্রায় তিন ঘণ্টা পার হয়ে গেলেও এখনো উদ্ধার অভিযান শুরু হয়নি। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের পাঁচ সদস্যের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তবে, নদে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে স্পিডবোট প্রয়োজন বলে জানা গেছে। 

রোববার (২১ জুলাই) দিনগত রাত ১২টার দিকে একথা জানিয়েছেন ফায়ার সার্ভিস ঢাকা ৪-এর জোন কমান্ডার আনোয়ারুল হক।

তিনি বলেন, রাত ৯টার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে এসেছি।

জানতে পেরেছি, সালেহেপুর ব্রিজের নিচে তুরাগ নদে একটি যাত্রীবাহী ট্যাক্সিক্যাব পানিতে পড়ে গেছে। ঢাকা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছালেও স্রোত থাকায় পানিতে তল্লাশি শুরু করতে দেরি হচ্ছে। তাই স্পিডবোট আনা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ০১০২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad