ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সোনাগাজীর ছোট ফেনী নদীতে বৃদ্ধ নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
সোনাগাজীর ছোট ফেনী নদীতে বৃদ্ধ নিখোঁজ

ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলায় সাঁতরিয়ে ছোট ফেনী নদী পার হওয়ার সময় আবুল হোসেন (৮০) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।

রোববার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ওই বৃদ্ধ নিখোঁজ হন।

নিখোঁজ বৃদ্ধের ছেলে মাহফুজ জানান, প্রতিদিনের মতো সকালে তার বাবা বাড়ি সংলগ্ন ছোট ফেনী নদীর দক্ষিণ পাশের জমিতে হাল চাষ করতে যান।

এ সময় তিনি সাঁতরিয়ে খরস্রোত নদী পার হতে গেলে পানির তোড়ে ভেসে যান।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বাংলানিউজকে জানান, খবর পেয়ে বিকেল ৪টার দিকে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবরী দল এসে নদীতে নিখোঁজ বৃ্দ্ধকে খোঁজার চেষ্টা করলেও তার কোনো সন্ধান পায়নি।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।