ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

শিক্ষামন্ত্রীর স্বামীর সুস্থতা কামনায় দোয়া

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১২, জুলাই ২২, ২০১৯
শিক্ষামন্ত্রীর স্বামীর সুস্থতা কামনায় দোয়া দোয়া মাহফিল।

ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী সিনিয়র আইনজীবী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের সদস্য ড. তৌফিক নেওয়াজের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

রোববার (২১ জুলাই) বাদ জোহর রাজধানীর গুলিস্তান কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় কোরআন খতম ও এ দোয়া মাহফিল হয়।

গত বৃহস্পতিবার (১৮ জুলাই) দিনগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ড. তৌফিক।

পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তিনি ওই হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি রয়েছেন।

দোয়া পরিচালনা করেন গুলিস্তান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মুফতি মুজ্জামিল।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সালাহ উদ্দিন শিকদার।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।