ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিসিসির বন্যা নিয়ন্ত্রণ সেল গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
বিসিসির বন্যা নিয়ন্ত্রণ সেল গঠন বরিশাল সিটি করপোরেশন

বরিশাল: বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নতুন করে দেশের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশে বন্যা নিয়ন্ত্রণ সেল গঠন করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।

রোববার (২১ জুলাই) বি‌সি‌সির জনসং‌যোগ কর্মকর্তা বেলা‌য়েত হো‌সেন বাবলু বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নতুন করে দেশের বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে।

তাই বন্যা মোকাবিলায় বি‌সি‌সির প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসকে ফোকাল পারসন করে তিনসদস্য বিশিষ্ট সেল গঠন করা হয়েছে।  

সেলের অন্য সদস্যরা হলেন- বি‌সি‌সির সহকারী প্রকৌশলী (পানি) মামুন আর রশিদ এবং উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) অহিদ মুরাদ।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad