ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কলেজছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কলেজছাত্রের মৃত্যু

কিশোরগঞ্জ: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আল আমিন (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। 

রোববার (২১ জুলাই) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

নিহত আল আমিন হোসেনপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আড়াইবাড়িয়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

 

নিহত কলেজছাত্রের মামাতো ভাই ওমর ফারুক খান জনি বাংলানিউজকে জানান, ঢাকার তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির জন্য নির্বাচিত হয়েছিল আল আমিন। সে বেগুনবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করার সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। পরে তাকে বড় মগবাজার এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। নয় দিন চিকিৎসার পর রোববার সকালে তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।