ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘ছেলেধরা সন্দেহভাজনদের মারধর না করে পুলিশে দিন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
‘ছেলেধরা সন্দেহভাজনদের মারধর না করে পুলিশে দিন’

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) হারুনুর রশিদ সম্প্রতি ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে প্রাণহানির ঘটনার বিষয়ে সংবাদ সম্মেলন করে বলেছেন, সন্দেহভাজন মনে হলে তাকে মারধর না করে পুলিশের হাতে তুলে দিন।

রোববার (২১ জুলাই) দুপুরে চাষাঢ়ায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।  

এসপি বলেন, আপনার এলাকার মাদক কারবারিদের সম্পর্কে তথ্য দিন, আমরা ব্যবস্থা নেবো।

বঙ্গবন্ধু সড়কে ফুটপাতে কোনো হকার বসেওনি, বসার চেষ্টাও করেনি। যদি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেউ হকার বসানোকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবেন না, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করবেন না।  

তিনি বলেন, নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এতে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এবং আশা করি ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।

পরে জেলাজুড়ে ছেলেধরা সন্দেহভাজনদের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়।  

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ