ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কেরানীগঞ্জে জেলি মিশ্রিত চিংড়ি-কারেন্ট জাল জব্দ

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
কেরানীগঞ্জে জেলি মিশ্রিত চিংড়ি-কারেন্ট জাল জব্দ কারেন্ট জাল ধ্বংস করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৪০ কেজি জেলি মিশ্রিত বাগদা চিংড়ি ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির অভিযোগে ২ জনকে জরিমানা করা হয়েছে। রোববার (২১ জুলাই) সকালে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমথ রঞ্জন ঘটক।  

এসময় তাকে সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা, সহকারী মৎস্য কর্মকর্তা মো. আবু ইউসুফ ও ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. মজিরুল হক।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বৌ বাজারে অভিযান চালিয়ে জেলি মিশ্রিত চিংড়িসহ দু’জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক মাছ বিক্রেতা স্বপন বর্মনকে ৫০০ টাকা এবং রিমন হোসেনকে ৩০০ টাকা জরিমানা করা হয়। একই দিন জিনজিরা বাজারে অভিযানে গিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে জাল বিক্রেতারা পালিয়ে যান। জব্দকৃত মাছ দু’টি মাদ্রাসায় বিতরণ করা হয় এবং জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে পুড়িয়ে ধ্বংস করা হয়।  

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।