ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টাঙ্গাইলে ‘ছেলেধরা’ সন্দেহে যুবককে গণপিটুনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
টাঙ্গাইলে ‘ছেলেধরা’ সন্দেহে যুবককে গণপিটুনি

টাঙ্গাইল: টাঙ্গাইলে ছেলেধরা সন্দেহে এক যুবককে গণপিটুনি দিয়েছে জনতা। খবর পেয়ে পুলিশ ওই যুবককে উদ্ধার করে টাঙ্গাইল জেলারেল হাসপাতালে ভর্তি করে।

রোববার (২১ জুলাই) সকালে সদর উপজেলার গালা ইউনিয়নের কান্দিলা বাজারে এ ঘটনা ঘটে। তবে ওই যুবকের নামপরিচয় জানা যায়নি।



স্থানীয় ইউপি সদস্য মজনু মিয়া বাংলানিউজকে জানান, সকালে খবর পেয়ে বাজারে গিয়ে তিনি দেখেন ওই যুবককে ঘিরে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে। পরে তিনি পুলিশকে বিষয়নি জানান। পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

টাঙ্গাইল সদর ফাঁড়ির পরিদর্শক (ওসি-তদন্ত) মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, ছেলে ধরা সন্দেহে কান্দিলা বাজারে এক যুবককে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। প্রাথমিকভাবে তাকে মানসিক প্রতিবন্ধী মনে হচ্ছে। সুস্থ্য হওয়ার পরে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত বলা যাবে।

ওসি বলেন, এ বিষয়ে জনগণকে সচেতন করতে টাঙ্গাইল শহরে মাইকিং করা হবে। কাউকে সন্দেহ হলে আইন নিজের হাতে তুলে নিয়ে মারধর না করে পুলিশকে খবর দেওয়ার জন্য অনুরোধ করা হবে।  

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।