ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক র‌্যাব হেফাজতে আটক জোহরা বেগম । ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ২ হাজার ৯৬০ পিস ইয়াবাসহ জোহরা বেগম (৩২) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (২০ জুলাই)  রাতে টেকনাফের লেদার রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের ১১৫ নম্বর ঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জোহরা ওই ক্যাম্পের সৈয়দ আলমের স্ত্রী।

র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক মির্জা শাহেদ মাহতাব বাংলানিউজকে জানান, লেদার রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘরে পাচারের জন্য ইয়াবা প্যাকেটে ভরে প্রস্তুত করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় রোহিঙ্গা নারী জোহরাকে আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী ঘর থেকে ২ হাজার ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক জোহরা দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শিবিরে খুচরা ইয়াবা বেচা-কেনা করে আসছিল। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান সিনিয়র সহকারী পরিচালক শাহেদ।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
এসবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad