ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নারীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
সাভারে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নারীর মৃত্যু গণপিটুনিতে আহত হয়ে পড়েছিলেন নারী, ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারের তেঁতুলঝোড়ায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে আহত অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুলাই) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফএম সায়েদ বাংলানিউজকে বলেন, শনিবার দুপুরে তেঁতুলঝোড়া এলাকায় এক শিশুকে বিস্কুট খাওয়ানোর চেষ্টা করছিলেন এক নারী।

এসময় এলাকাবাসী ছেলেধরা সন্দেহে ওই নারীকে আটকে রেখে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হলে, তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি বলেন, ওই নারীর পরিচয় এখনও জানা যায়নি। একইসঙ্গে এ ঘটনার সত্যতা জানতে শিশু ও তার পরিবারের খোঁজ করা হচ্ছে। এছাড়া ঘটনাটিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২৩১৪ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।