ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘প্রিয়া সাহার বক্তব্য রাষ্ট্রদ্রোহের সামিল’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
‘প্রিয়া সাহার বক্তব্য রাষ্ট্রদ্রোহের সামিল’

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের নারী প্রিয়া সাহা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে যে অভিযোগ করেছেন, তার এ বক্তব্যের সঙ্গে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় একমত নয় বলে জানিয়েছে শ্রীকৃষ্ণ সেবা সংঘ।

শনিবার (২০ জুলাই) সংঘের আহ্বায়ক নকুল চন্দ্র সাহা, সদস্য সচিব সংবাদিক সুজন দে ও যুগ্ম-সদস্য সচিব ডি কে সমির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে তারা বলেন, ‘বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার বক্তব্যে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।

তার এ বক্তব্য রাষ্ট্রদ্রোহের সামিল। কোনো একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ হিসেবে তিনি এ ধরনের অদ্ভুত ও অসত্য বক্তব্য দিয়েছেন। ’

‘শ্রীকৃষ্ণ সেবা সংঘ মনে করে, তার এ বক্তব্যের দায় বাংলাদেশের কোনো সংখ্যালঘু সম্প্রদায় নেবে না। এটি একান্ত তার মনগড়া ব্যক্তিগত বক্তব্য। ’
 
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।