bangla news

পার্লামেন্টারি ফোরামের সভা শেষে দেশে ফিরেছেন স্পিকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-২০ ৮:২৩:৩৩ পিএম
ড. শিরীন শারমিন চৌধুরী।

ড. শিরীন শারমিন চৌধুরী।

ঢাকা: পার্লামেন্টারি ফোরাম ‘অ্যাট দ্য ২০১৯’ হাই লেভেল পলিটিক্যাল ফোরাম অন সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড রিলেটেড সভা শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শনিবার (২০ জুলাই) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, গত ১৫ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইউএন কনফারেন্স বিল্ডিংয়ে আয়োজিত ‘গ্রোয়িং ইনিকোয়ালিটিস অ্যান্ড ডিসট্রাস্ট ইন গভর্নমেন্ট: ব্রেকিং দ্য সাইকেল শীর্ষক সেশনে আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) পূরণে বাংলাদেশের অর্জন ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এছাড়াও তিনি বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে পার্লামেন্টারি ফোরামের সভায় বাংলাদেশ প্রতিনিধি দলে আরও ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. জাফর আহমেদ খান। 

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯ 
এসকে/আরআইএস/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-07-20 20:23:33