ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে ট্রাকচাপায় চালকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
গাজীপুরে ট্রাকচাপায় চালকের মৃত্যু দুর্ঘটনা কবলিত ট্রাক উদ্ধারে কাজ করছে স্থানীয়রা। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় ট্রাকচাপায় আরিফ আলী (৪০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আরিফ রাজশাহীর পবা থানার গোবিন্দপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) একেএম কাউসার চৌধুরী বাংলানিউজকে জানান, পেঁয়াজ বোঝাই একটি ট্রাক চট্টগ্রাম যাওয়ার পথে গাজীপুরের ভোগড়া এলাকায় পৌঁছালে বিকল হয়ে যায়। এ সময় সড়কের ট্রাকটি রেখে হাড্রোলিক জ্যাক দিয়ে উচু করে মেরামত করছিল চালক আরিফ। এক পর্যা‌য়ে ট্রাকটি হঠাৎ উল্টে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

মর‌দেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ও‌সি কাউসার।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।