bangla news

দূত সম্মেলনে থাকছেন শেখ হাসিনা, উঠে আসবে ব্রেক্সিট বিষয়

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-২০ ৭:১৫:৩৪ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ফাইল ছবি

ঢাকা: যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূতদের সম্মেলনে শনিবার (২০ জুলাই) যোগ দিচ্ছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার আয়োজিত এ সম্মেলনে ইউরোপে নিযুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা যোগ দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ‍সূত্র এ তথ্য জানায়।

লন্ডনের তাজ হোটেলে আয়োজিত এ দূত সম্মেলনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বক্তব্য রাখবেন।

দূত সম্মেলনে ব্রেক্সিট পরবর্তী পরিস্থিতিতে ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে, সেই আলোচনাই প্রাধান্য পাবে। এছাড়া ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি প্রসার, ইউরোপ থেকে বাংলাদেশে বিভিন্ন পণ্য আমদানি,  ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরা  ইত্যাদি বিষয়ে আলোচনা হবে। 

ঢাকায়  এর আগে দূত সম্মেলনের আয়োজন করা হয়েছিলো। সেখানে বাংলাদেশে নিযুক্ত বিশ্বের সব দেশের রাষ্ট্রদূতরা যোগ দিয়েছিলেন। তবে ইউরোপের দেশগুলোর রাষ্ট্রদূতদের লন্ডনে প্রথমবারের মতো এ দূত সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

ইউরোপের ১৫টি দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা লন্ডনের এ সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনে বাংলাদেশের দূতদের মধ্যে অংশ  নেবেন- আবু জাফর (অস্ট্রিয়া), শাহাদৎ হোসেন (বেলজিয়াম), মুহম্মদ আবদুল মুহিত (ডেনমার্ক), কাজী ইমতিয়াজ হোসেন (ফ্রান্স), ইমতিয়াজ আহমেদ (জার্মানি), জসিম উদ্দিন (গ্রিস), আবদুস সোবহান সিকদার (ইতালি), শেখ মোহাম্মদ বেলাল (নেদারল্যান্ড), মুহম্মদ মাহফুজুর রহমান (পোল্যান্ড), রুহুল আলম সিদ্দিক (পর্তুগিজ), ড. এস এম সাইফুল হক (রুশ ফেডারেশন), হাসান মোহাম্মদ খন্দকার (স্পেন), নাজমূল ইসলাম (সুইডেন), শামিম আহসান (সুইজারল্যান্ড) এবং সাইদা মুনা তাসনীম (যুক্তরাজ্য) ।

বাংলাদেশ সময়:  ১৯১৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
টিআর/এসএইচ

ক্লিক করুন, আরো পড়ুন :   প্রধানমন্ত্রী
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-07-20 19:15:34