bangla news

পঞ্চগড়ে ১০ দিনের বৃক্ষমেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-২০ ৭:০১:২২ পিএম
বৃক্ষ মেলার উদ্বোধন করছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ছবি: বাংলানিউজ

বৃক্ষ মেলার উদ্বোধন করছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ছবি: বাংলানিউজ

পঞ্চগড়: পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে ১০ দিনের বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (২০ জুলাই) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

মেলায় বসেছে ৩০টি স্টল। ১০ দিনের এ মেলা চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত। মেলা উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে বিভিন্ন গাছের চারা বিতরণ করেন রেলপথমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান ,জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ইউসুফ আলী, দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবু হানিফ প্রমুখ। 

এর আগে, সকালে জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের যৌথ আয়োজনে ডিসি কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়। এতে বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, নার্সারি মালিকরা অংশ নেন। 

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
এসআরএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-07-20 19:01:22