ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে ৭ দফা দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে ৭ দফা দাবি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি।

শনিবার (২০ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।  

লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জেলার মহাসড়কগুলোতে সরকার কর্তৃক নিষিদ্ধ সিএনজিচালিত অটোরিকশা, থ্রি-হুইলার, শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক্টর, ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল বন্ধসহ সড়কের পাশে অবৈধ সিএনজি অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদ করতে হবে। এছাড়াও তিনি আগামী বৃহস্পতিবারের (২৫ জুলাই) মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে, পরিবহন ধর্মঘট ডাকা হবে বলে ঘোষণা দেন।

সম্মেলনে পরিবহন নেতা আনিসুর রহমান, জসিম উদ্দিন জমসেদসহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।