ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

না’গঞ্জে পরিবহনে চাঁদাবাজির সময় আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
না’গঞ্জে পরিবহনে চাঁদাবাজির সময় আটক ১ র‌্যাব হেফাজতে আটক মোমেন।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের কাঁচপুরে অভিযান চালিয়ে পরিবহনে চাঁদাবাজির সময় মোমেন (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (২০ জুলাই) র‌্যাব-১১ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকার লেগুনা স্ট্যান্ডে রাস্তার ওপর পরিবহনে চাঁদাবাজির সময় মোমেনকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে চাঁদাবাজির এক হাজার ৮৩০ টাকা উদ্ধার করা হয়েছে। মোমেনের বাবার নাম সুলতান।  

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, মোমেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় একটি চক্র দীর্ঘদিন ধরে সোনারগাঁ থানাধীন কাঁচপুর মোড় এলাকায় চলাচলরত বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, লেগুনা, টেম্পু চালকদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক গাড়ি প্রতি থেকে ৫০ থেকে ৩০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল। স্থানীয় চালকদের কাছ থেকে জানা যায় কোনো চালক চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধরসহ হুমকি দেওয়া হতো।  মোমেন চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।