ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বন্যা মোকাবিলায় ত্রাণ সহায়তার অভাব নেই: খাদ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
বন্যা মোকাবিলায় ত্রাণ সহায়তার অভাব নেই: খাদ্যমন্ত্রী

নওগাঁ: বন্যাদুর্গত এলাকার প্রত্যেকটি মানুষের প্রতিবেলা খাবার নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শনিবার (২০ জুলাই) দুপুরে নওগাঁর সাপাহার উপজেলার জবাই বিলের বন্যানিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।  

দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ সহায়তার কোনো অভাব নেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন স্থানে একাধিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। বন্যাদুর্গত এলাকায় দ্রুত ও পর্যাপ্ত ত্রাণ পাঠানো হচ্ছে।

সুষ্ঠুভাবে ত্রাণসামগ্রী বিতরণের জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়ে খাদ্যমন্ত্রী আরও বলেন, বন্যা পরবর্তীকালে পরিস্থিতি মোকাবিলা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারিভাবে রাখা হয়েছে প্রয়োজনীয় সব ব্যবস্থা।  

বন্যানিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad