ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

না'গঞ্জে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
না'গঞ্জে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবক নিহত হয়েছেন। 

শনিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে আলামিন নগরের আইডিয়াল ইসলামিক স্কুলের শিশু শ্রেণির ছাত্রী সাদিয়া (৬) স্কুলে যাওয়ার পথে ওই যুবক কোলে নেওয়ার চেষ্টা করলে সে ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার শুরু করে।

এ সময় এলাকাবাসী ছেলেধরা সন্দেহে ওই যুবককে গণপিটুনি দেয় এবং শিশুটিকে উদ্ধার করে।  

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপরাশেন) জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।