ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মানিকগঞ্জে যমুনার পানি বিপদসীমার ওপরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
মানিকগঞ্জে যমুনার পানি বিপদসীমার ওপরে

মানিকগঞ্জ: মানিকগঞ্জের আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ৪২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শনিবার (২০ জুলাই) সকালে জেলা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি জানায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পানি বাড়ার কারণে তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে।

এতে নদীর পাড় ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

মানিকগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের স্তর পরিমাপক ফারুক হোসেন বাংলানিউজকে বলেন, গত কয়েক দিন ধরেই যমুনার পানি আরিচা পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে পানি বেড়ে বিপদসীমার ৪২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তীব্র স্রোতের সৃষ্টি হয়ে নদীর পাড় ভাঙতে শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।