ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘যেদিন ছেলের আত্মা শান্তি পাবে সেদিনই শান্ত হবো’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
‘যেদিন ছেলের আত্মা শান্তি পাবে সেদিনই শান্ত হবো’

বরগুনা: ‘আমার ছেলে রিফাতকে যারা হত্যা করেছে তাদের বিচার হচ্ছে তাই আমি খুশি। তবে যেদিন আমার ছেলের আত্মা শান্তি পাবে সেদিনই আমি শান্ত হবো। ছেলে হারানোর ব্যথা সেই বোঝে যার ছেলে অকালে মারা যায়।’

শনিবার (২০ জুলাই) দুপুরে বরগুনা সদর থানার সামনে দাঁড়িয়ে রিফাতের বাবা দুলাল শরীফ বাংলানিউজকে এ কথা বলেন।

‘রাজনৈতিকভাবে আপনি প্রভাবিত হচ্ছেন কি না’ এমন প্রশ্নের জবাবে দুলাল শরীফ বলেন, ছেলে হারানোর শোকে আমি কাতর, রাজনৈতিক প্রভাব এখানে আসলো কোথা থেকে।

ছেলে হত্যার বিচার পেলেই আমি খুশি।

>>আরও পড়ুন..‘আমার মেয়ে মিন্নির কিছু হলে আমি আত্মহত্যা করমু’

এ সময় তিনি সাংবাদিক, প্রশাসনসহ সবাইকে ধন্যবাদ জানিয়ে বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

বরগুনা পুলিশ সুপার (এসপি) মো. মারুফ হোসেন বাংলানিউজকে জানান, এ হত্যা মামলায় এখন পর্যন্ত ১৬ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ১৩ জন অভিযুক্ত রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এছাড়া এ মামলার দুজন অভিযুক্ত রিমান্ডে রয়েছে। আর এ মামলার প্রধান অভিযুক্ত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।