ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পাঁচবিবিতে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
পাঁচবিবিতে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

জয়পুরহাট: বিদ্যুতের মিটার বসানোর তার টানাকে কেন্দ্র জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় প্রতিপক্ষের লাঠির আঘাতে জিয়াউর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুলাই) রাতে উপজেলার শেকটা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিয়াউর রহমানের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার আগে উপজেলার শেকটা গ্রামের জিয়াউর রহমানের বাড়িতে বিদ্যুতের মিটার সংযোগ দেওয়ার জন্য তার টানাতে যায় বিদ্যুত অফিসের লোকজনেরা। এ সময় প্রতিবেশি আজিজুল তার টানতে বাধা দেয়। এক পর্যায়ে আজিজুল জিয়াউরকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে জিয়াউর গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গভীর রাতে তিনি মারা যান।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী সুফিয়া বেগম বাদী হয়ে পাঁচবিবি থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ২১০ ঘণ্টা, ‍জুলাই ২০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।