ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যাত্রাবাড়ীতে ফাস্টফুডের দোকানে এসি বিস্ফোরণ, দগ্ধ ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
যাত্রাবাড়ীতে ফাস্টফুডের দোকানে এসি বিস্ফোরণ, দগ্ধ ২ হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধরা, ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে ফাস্টফুডের একটি দোকানে এসি বিস্ফোরণে দুই কর্মচারী দগ্ধ হয়েছেন।

শনিবার (২০ জুলাই) সকাল ১০টার দিকে যাত্রাবাড়ী দনিয়া গোয়ালবাড়ি মোড় এলাকায় ফাস্টফুডের একটি দোকানে এ ঘটনা ঘটে। দগ্ধ দু’জন হলেন, ইমরান (১৮) ও সাইফুল (২০)।

তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা দিলীপ দাস বাংলানিউজকে জানান, সকালে দোকানে মালপত্র বের করে পরিষ্কার করছিল দু’কর্মচারী। হঠাৎ দোকানের ভেতরে থাকা এসিটি বিস্ফোরিত হয়। এতে দুইজন দগ্ধ হয়।

বার্ন ইউনিট থেকে একটি সূত্র জানান, দু’জনের শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের কত শতাংশ পুড়েছে তা জানা যায়নি।

ঢামেক পুলিশ ক্যাম্পের (এএসআই) আব্দুল খান বাংলানিউজকে জানান, দগ্ধ দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad