ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বাড্ডায় শিশুচোর সন্দেহে গণপিটুনিতে নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
বাড্ডায় শিশুচোর সন্দেহে গণপিটুনিতে নারীর মৃত্যু

ঢাকা: রাজধানীর উত্তর বাড্ডায় শিশুচোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় (৪০) এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত নারীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তাফা এ ঘটনা সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় শিশুচোর সন্দেহে এক নারীকে স্থানীয়রা গণপিটুনি দেয়। এতে ওই নারী গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করলে সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

এসআই আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রয়েছে। মৃত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে ও পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।