ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুলাদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
মুলাদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

বরিশাল: জেলার মুলাদী উপজেলায় পুকুরে মাছের খাবার দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল সরদার (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার সফিপুর ইউনিয়নের পশ্চিম বোয়ালিয়া গ্রামে নিহত আবুল সরদার ওই এলাকার হযরত আলী সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, পুকুরে মাছের খাবার দিতে গিয়ে পুকুর পাড়ে পল্লী বিদ্যুতের পড়ে থাকা তারে পা লেগে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম সুভাস চন্দ্র দাস জানান, ঘরের ভেতর থেকে বিদ্যুতের লাইন টেনে মাছের খামারে আলো জ্বালানো হয়। সেই তার ছিঁড়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটেছে।

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
এমএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।