ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শ্রীমঙ্গলে পঞ্চম শ্রেণির ছাত্রকে অপহরণের অভিযোগ

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
শ্রীমঙ্গলে পঞ্চম শ্রেণির ছাত্রকে অপহরণের অভিযোগ

মৌলভীবাজার: জেলার শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক শাখার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শামসুল হুদা নাদিম নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৯ জুলাই) বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের অভিযোগ তাকে অপহরণ করা হয়েছে।

নাদিম শ্রীমঙ্গল শহরের বিরাহিমপুর (নিউ পূর্বাশা) এলাকার বাসিন্দা। তার পিতার নাম ফরিদ মিয়া।

তিনি পদ্মা ওয়েল কোম্পানিতে কর্মরত। তিন ভাইয়ের মধ্যে নাদিম মেজো।

নাদিমের বাবা ফরিদ মিয়া বাংলানিউজকে বলেন, শুক্রবার বিকেলে নাদিম পার্শ্ববর্তী মাঠে খেলতে যায়। আসরের নামাজের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ হয়তো তাকে অপহরণ করে থাকতে পারে।

এলাকার কাউন্সিলার মো. লিমন মিয়া বলেন, সম্ভাব্য স্থানগুলো খুঁজেও কোথায় তাকে পাওয়া যায়নি। আমরা শহরজুড়ে মাইকিং এর ব্যবস্থা করবো।

উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা দাস বাংলানিউজকে বলেন, আমি আমাদের এক শিক্ষকের কাছ থেকে ওই শিক্ষার্থী নিখোঁজের সংবাদটি শুনেছি। আইন প্রয়োগকারী সংস্থাকে এ বিষয়টির প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাচ্ছি।  

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক জানান, লিখিত অভিযোগ পেলেই আমরা পদক্ষেপ নেব।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে দ্রুত পুলিশকে লিখিত অভিযোগ দিতে হবে।  

বাংলাদেশ সময়: ০৭১৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯ 
বিবিবি/এমআইএইচ/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad