ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাজিপুরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ফাটল, আতঙ্ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
কাজিপুরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ফাটল, আতঙ্ক

সিরাজগঞ্জ: জেলার কাজিপুর উপজেলার নতুন মেঘাই-ঢেকুরিয়া হাট বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি অংশে ফাটল দেখা দিয়েছে। এতে উপজেলার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ২০-২২টি গ্রামের মানুষের মধ্য চরম আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে নতুন মেঘাই-ঢেকুরিয়া পাউবোর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাইকড়তলী অংশে আওয়াল মেম্বরের বাড়ির পাশে এ ফাটল দেখা দেয়। খবর পেয়ে ফাঁটল বন্ধ করতে ফায়ার সার্ভিস, পুলিশ সদস্যদের সাথে গ্রামবাসী মিলিতভাবে বালির বস্তা নিক্ষেপ শুরু করে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বাঁধের বেশ কয়েকটি অংশ দিয়ে পানি চুয়ে পড়ে। ধীরে ধীরে পানির পরিমাণ বাড়তে থাকে। এতে মুহূর্তে আতঙ্কিত হয়ে পড়ে বরইতলি, পাইকড়তলি, কবিহার, মেঘাই নতুন বাজার, সামপুর, আলমপুরসহ ২০/২২টি গ্রামের মানুষ।  

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদ হাসান সিদ্দিকী বাংলানিউজকে বলেন, মেঘাই নতুন বাজার থেকে ঢেকুরিয়া হাট পর্যন্ত পাউবোর ওই বন্যা নিয়ন্ত্রণ বাঁধটির পাইকড়তলী অংশে বেশ কয়েকটি ইঁদুরের গর্ত রয়েছে। ওই গর্ত দিয়েই পানি যাচ্ছিলো। রাতেই স্থানীয়দের সাথে নিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ফাটল বন্ধে কাজ শুরু করেছে।  

বাংলাদেশ সময়: ০৫১২ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
এমআইএইচ/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।