ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পঞ্চগড়ে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অটোচালক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
পঞ্চগড়ে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অটোচালক গ্রেফতার

পঞ্চগড়: জেলার সদর উপজেলায় অপহরণের পাঁচ দিন পর মোরশেদা বেগম নামে এক নবম শ্রেণির ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ইয়াসিন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৯ জুলাই) রাতে উপজেলার সাতমেরা ইউনিয়নের ঝিটকিখুড়া হতে মেয়েটিকে উদ্ধার করে ওই মামলার প্রধান আসামি ইয়াসিনকে আটক করা হয়।

পুলিশ জানায়, গত ১৪ জুলাই কামাত কাজলদিঘী ইউনিয়নের গলেহাপাড়া থেকে ওই ছাত্রীকে অপহরণ করে একই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে অটোচালক ইয়াসিন।

খোঁজাখুঁজির পর মেয়েটির পরিবার জানতে পারে ঝিটকিখুড়া গ্রামে ইয়াসিনের নানার বাড়িতে তারা রয়েছেন।  

শুক্রবার ওই ছাত্রীর বড় ভাই ফয়জুল হক পঞ্চগড় সদর থানায় চার জনকে আসামি করে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে (সংশোধনী ২০০৩) অপহরণ মামলা দায়ের করেন।  

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মেদ বাংলানিউজকে বলেন, অভিযোগ পাওয়ার পর ঝিটকিখুড়া হতে ওই ছাত্রীকে উদ্ধার ও ইয়াসিনকে গ্রেফতার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৪৫১ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯ 
এমআইএইচ/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।