ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করিমগঞ্জে আগুনে পুড়ে শিক্ষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
করিমগঞ্জে আগুনে পুড়ে শিক্ষকের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে দগ্ধ হয়ে মো. আলম (৩৫) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার গাঙ্গাইল-পাঠানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বসতঘর পুড়ে প্রায় ৭ লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।

 

মো. আলম (৩৫) ওই এলাকার সেকান্দর আলীর ছেলে। তিনি স্থানীয় গাঙ্গাইল-পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, বিকেলে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ঘরে আগুন লাগে। এসময় বিদ্যুতের সুইচ বন্ধ করতে গিয়ে আগুনে দগ্ধ হন আলম। পরে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
এনটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।