ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বন্ধুকে বাঁচাতে শীতলক্ষ্যায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
বন্ধুকে বাঁচাতে শীতলক্ষ্যায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: বন্ধুকে বাঁচাতে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবক রকিবুলের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৯ জুলাই) দুপুরে শহরের হাজীগঞ্জ-নবীগঞ্জ খেয়াঘাট এলাকার শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
 
রকিবুল শহরের খানপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে থাকতেন।

তিনি বরিশাল জেলার বাসিন্দা

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বাংলানিউজকে জানান, বুধবার (১৭ জুলাই) দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে শীতলক্ষ্যায় নোঙর করা জাহাজে উঠে গোসল করতে নামে রকিবুল। গোসলের একপর্যায়ে তিনি জাহাজে উঠে আসেন। এমন সময় তার এক বন্ধুকে স্রোতে ভেসে যেতে দেখে তাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেন। কিন্তু তার বন্ধু আরেকটি নৌকা ধরে বেঁচে গেলেও রকিবুলকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে তাকে উদ্ধারে তিনদিন অভিযান চালায় ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপর শুক্রবার দুপুরে নদীতে তার মরদেহ ভেসে উঠলে উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।