ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে গৃহবধূর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
খাগড়াছড়িতে গৃহবধূর মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি: খাগড়াছড়ি সদর থেকে রোজিনা বেগম (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোজিনা পানছড়ি উল্টাছড়ি ইউনিয়নের আ. রশিদের মেয়ে।

শুক্রবার (১৯ জুলাই) বিকেলে সদরের কলেজ গেইট এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রোজিনার মা শিরিনা বেগম বাংলানিউজকে জানান, আড়াই বছর আগে মাটিরাঙ্গার তাইন্দং এলাকার মনির হোসেনকে ভালবেসে বিয়ে করে রোজিনা। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।  

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আফছার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোজিনাকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
এডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।