![]() সড়ক দুর্ঘটনা। ছবি: প্রতীকী |
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার চাপায় মো. আবু সাঈদ শেখ (৬৫) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের ফকিরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সাঈদ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ছাব্বিশা আলোকদিয়ার গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে মুক্তিযোদ্ধা আবু সাঈদ কাঠেরপুল থেকে ছোনগাছা যাচ্ছিলেন। পথে তিনি ফকিরতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান আবু সাঈদ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ এসব তথ্য নিশ্চিত করে জানান, বিষয়টি থানায় অবগত করলেও কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ১৯ জুলাই, ২০১৯
আরএ