ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে দুই উপজেলায় পুনাকের ত্রাণ বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
ময়মনসিংহে দুই উপজেলায় পুনাকের ত্রাণ বিতরণ পুনাকের ত্রাণ বিতরণ, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বন্যার্ত প্রায় ৮’শ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

শুক্রবার (১৯ জুলাই) দুপুরে হালুয়াঘাটের ধারা ইউনিয়ন পরিষদ ও ধোবাউড়া থানা প্রাঙ্গণে বন্যার্ত এসব মানুষের হাতে ত্রাণ তুলে দেন ময়মনসিংহ জেলা পুনাকের সভানেত্রী সুরাইয়া সুলতানা ও জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন।

এতে প্রত্যেক সদস্যকে এক কেজি চিড়া, ৫’শ গ্রাম গুড়, দুই কেজি চাল, ৫’শ গ্রাম করে ডাল ও তেল, এক কেজি আলু দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।