ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিশু সায়মার ধর্ষক-হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
শিশু সায়মার ধর্ষক-হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

ঢাকা: রাজধানীর ওয়ারীর শিশু সায়মার ধর্ষক ও হত্যাকারী হারুনের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

শুক্রবার (১৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে নিহত শিশুর পরিবার ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয় আবু বকর চৌধুরী বলেন, বর্তমানে ধর্ষণ ও খুনের ঘটনা বেড়েই চলেছে।

এসব ঘটনা বন্ধ করতে হলে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে এ ধরনের আর কেউ করতে সাহস না পায়।

সায়মার বাবা আব্দুস সালাম বলেন, শিশু ধর্ষণ, নারী নির্যাতন বন্ধের দাবি ওঠেছে সমাজের সব শ্রেণী-পেশার মানুষের পক্ষে। আমি শুধু আমার মেয়ের ধর্ষণ ও হত্যাকারীর ফাঁসি চাই না। আমি চাই, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে।  

এ সময় চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে ছিল- নারী ও শিশু নির্যাতন দমন আইনকে দ্রুত সংশোধন করে ধর্ষণের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করা, বিশেষ ট্রাব্যুনালের মাধ্যমে ৩০ দিনের মধ্যে বিচার শেষ করা, প্রতিটি ক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের ধর্ষণ প্রতিরোধ ও প্রতিকারের জন্য শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা। মানববন্ধনে ওয়ারীর স্থানীয়রা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
ইএআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।