ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ট্রাকচাপায় মা-ছেলে নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ট্রাকচাপায় মা-ছেলে নিহত

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ইটবোঝাই ট্রাকচাপায় মা-ছেলেসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় এক কিশোরী আহত হয়েছে। 

শুক্রবার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে ক্যাম্পের ডি-৫ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫ ব্লকের মো. আনোয়ারের স্ত্রী সাজেদা বেগম (৩২) ও তার ছেলে মো. কায়সার (২)।

আহত কিশোরী হলো আনোয়ারের মেয়ে রাজমিন (১৭)।

কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সেক্রেটারি নুর মোহাম্মদ বাংলানিউজকে জানান, সকালে ক্যাম্পের উন্নয়ন কাজের জন্য ইট নিয়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ঝুঁপরি ঘরের উপর পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। আহত রাজমিনকে দ্রুত উদ্ধার করে এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনসুর বাংলানিউজকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক চালক মো. রাসেলকে আটকসহ ট্রাকটি জব্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুলাই ১৯, ০১৯
এসবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।