ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জামালগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
জামালগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পাগনার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুলাই) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামের বানু হোসেন (৪০) ও তার ছেলে সুমন মিয়া (১৪)।

স্থানীয়রা জানায়, সকালে বাবা ও ছেলে মাছ ধরতে পাগনার হাওরে যান। এ সময় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন হাওরে পড়ে বাবা ও ছেলের মরদেহ থাকতে দেখে উদ্ধার করে পরিবারকে খবর দেয়।

পুলিশ জানায়, মরদেহ দাফন করার জন্য পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা পাল বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।