ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
সাভারে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

সাভার (ঢাকা): সাভারের বলিয়াপুরে বিদ্যুতায়িত হয়ে রাসেল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দিনগত রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে পাশে বলিয়াপুরের শ্যামলী পরিবহনের ডিপোতে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল ভোলা জেলার শান্তিরঘাট থানার চর সুমাইয়া গ্রামের নাছিরের ছেলে।

তিনি বলিয়ারপুরের শ্যামলী পরিবহনের বডি গ্যারেজে ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।  

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে শ্যামলী পরিবহনের একটি গাড়ির বডি ঝালাইয়ের কাজ করছিলো রাসেল ও এমদাদ। এসময় রাসেল গাড়ির নিচে ঢুকে ঝালাই করার সময় হঠাৎ চিৎকার দিলে সহকর্মী এমদাদ দ্রুত দৌড়ে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে। পরে আশেপাশে থাকা লোকজন দ্রুত অচেতন অবস্থায় রাসেলকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। এছাড়া হাসপাতালে যাওয়ার আগেই নিহতের মরদেহ পরিবার নিয়ে যায়। এ বিষয়ে থানা কোনো অভিযোগ করেননি নিহতের পরিবার।

বাংলাদেশ সময়: ০৮২৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।