ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রিফাত হত্যা: রাব্বি আকনের স্বীকারোক্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
রিফাত হত্যা: রাব্বি আকনের স্বীকারোক্তি ছবি:বাংলানিউজ

বরগুনা: বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার ৬ নম্বর আসামি রাব্বি আকন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

এর আগে বিকেলে একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রিফাত হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক আরিয়ান শ্রাবণ।

স্বীকারোক্তি শেষে আদালত দু’জনকেই জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে রিফাত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. হুমায়ুন কবির বলেন, ‘আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান অভিযুক্ত নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

এছাড়া এ মামলার এজহারভুক্ত ও এজহারের বাহিরে থাকা ১৫ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে এখন পর্যন্ত ১২ জন অভিযুক্ত রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। বাকি দুই অভিযুক্ত রিমান্ডে রয়েছেন। আর আজ সকালে গ্রেফতার করা রিশান ফরাজীকে আগামীকাল আদালতে হাজির করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০২৩৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।