ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে ব্যবসায়ী গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
খাগড়াছড়িতে ব্যবসায়ী গুলিবিদ্ধ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় রুপচান হোসেন (২৮) নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে দীঘিনালার নয় মাইল নামক এলাকায় এ ঘটনা ঘটে।

রুপচান হোসেন রাঙ্গামাটির লংগদু উপজেলার ইয়ারাংছড়ি এলাকার আব্দুল জালালের ছেলে।

তিনি কাঁচামালের ব্যবসা করেন।  

এ ঘটনার সময় রুপচানের বড় ভাই মফিজ মিয়াও তার সঙ্গেই ছিলেন। মফিজ মিয়া বাংলানিউজকে বলেন, এদিন লংগদু থেকে কাঠাল ও মিষ্টি কুমড়া বহনকারী একটি ট্রাক নিয়ে আমরা চট্টগ্রাম যাচ্ছিলাম। পথে নয় মাইল নামক এলাকায় দু’জন অস্ত্রধারী রুপচানকে গাড়ি থেকে নামিয়ে গুলি করে পালিয়ে যায়।  

‘পরে একটি অটোরিকশায় করে আহত অবস্থায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসি। ওই দুই হামলাকারীকে আমি চিনি না। তবে রুপচান তাদের চিনতে পেরেছে। ’

খাগড়াছড়ি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাঈন মো. ইজাজ বাংলানিউজকে বলেন, গুলিটি আহত ওই ব্যক্তির বুকে লেগেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. এমএম সালাহ উদ্দিন বাংলানিউজকে বলেন, এই ঘটনায় কারা জড়িত তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
এডি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad