ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

স্যাটেলাইট কোম্পানির স্বতন্ত্র পরিচালক হলেন ড. সাজ্জাদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
স্যাটেলাইট কোম্পানির স্বতন্ত্র পরিচালক হলেন ড. সাজ্জাদ ড. সাজ্জাদ হোসেন

ঢাকা: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেনকে বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক মনোনীত করা হয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্প্রতি এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে বলে বৃহস্পতিবার (১৮ জুলাই) জানান ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক শামসুল আরেফিন।
 
ড. সাজ্জাদ হোসেন বর্তমানে ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইতোপূর্বে তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউলাব) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ফ্যাকাল্টি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
 
রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বিসিএসসিএল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ পরিচালনা করছে।
 
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।