ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শেরপুর সীমান্তে বন্যহাতির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
শেরপুর সীমান্তে বন্যহাতির মরদেহ উদ্ধার

শেরপুর: শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় এলাকা থেকে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তঘেঁষা গজনী অবকাশ কেন্দ্র সংলগ্ন ছোট গজনী টিলাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

খবর পেয়ে শেরপুরের সহকারী বন সংরক্ষক প্রাণতোষ রায় ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে ময়নাতদন্ত শেষে মৃত হাতিটিকে একই এলাকায় মাটিচাপা দেওয়া হয়।  

কাংশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহরুল ইসলাম বাংলানিউজকে জানান, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হাতির মরদেহটি উদ্ধার করে বন বিভাগের লোকজন।  

বন বিভাগের গজনী বিট কর্মকর্তা শাহ আলম বাংলানিউজকে বলেন, মৃত মাদি (নারী) হাতিটির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে হাতিটি মারা গেছে।  

তবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাদিয়া আফরিন বাংলানিউজকে বলেন, খাদ্যে বিষক্রিয়ায় হাতিটির মৃত্যু হয়ে থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।