ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হাসপাতালে র‌্যাবের অভিযান, ৯ দালালের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
হাসপাতালে র‌্যাবের অভিযান, ৯ দালালের কারাদণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে অভিযান চালিয়ে নয় দালালকে সাত দিন করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসুমী মান্নান ও শেখ মেজবাহ উল সাবেরিনের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।  

তাদের সহযোগিতায় ছিলেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১) এর সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান ও হাসপাতালের আবাসিক চিকিৎসক সামসুদ্দৌহাসহ ব্যাবের কর্মকর্তারা।

আটক ১৯ দালালের মধ্যে যাচাই-বাছাই করে নয়জনকে মুচলেকা দিয়ে এবং একজন অসুস্থ থাকায় ছেড়ে দেওয়া হয়। বাকি নয়জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিন করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- দুলাল হোসেন (৪২), মনিরুল ইসলাম (৩০), ফরিদ (৩০), খালেক (৩৩), রিপন (৩৬), ইব্রাহীম, বাদল মিয়া (৫০), মাসুদা বেগম ও আব্বাস।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসুমী মান্নান ও শেখ মেজবাহ উল সাবেরিন বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে এ অভিযান চালিয়েছে র‌্যাব। কারো বিরুদ্ধে তথ্য থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।