ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দূত সম্মেলনে যোগ দিতে লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
দূত সম্মেলনে যোগ দিতে লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা: ইউরোপে নিযুক্ত দেশগুলোতে বাংলাদেশের রাষ্ট্রদূতদের সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইংল্যান্ড যাচ্ছেন। লন্ডনে অনুষ্ঠেয় আগামী ১৯ জুলাই যুক্তরাজ্যে এ সফর করছেন তিনি। 

পররাষ্ট্র মন্ত্রণালয় ‍সূত্র এ তথ্য জানায়। সূত্র বলছে, আগামী ২০ জুলাই লন্ডনে এই দূত সম্মেলন  অনুষ্ঠিত হবে।

এতে ব্রেক্সিট পরবর্তী পরিস্থিতিতে ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে- সেই আলোচনাই প্রাধান্য পাবে।  

এছাড়া ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি প্রসার, ইউরোপ  থেকে বাংলাদেশে বিভিন্ন পণ্য আমদানি ও ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরা বিষয়েও আলোচনা হবে।  

এর আগে ঢাকায় দূত সম্মেলনের আয়োজন করা হয়েছিলো। সেখানে বাংলাদেশে নিযুক্ত বিশ্বের সব দেশের রাষ্ট্রদূতেরা যোগ দিয়েছিলেন। এবারই ইউরোপের দেশগুলোর রাষ্ট্রদূতদের লন্ডনে প্রথমবারের মতো এই দূত সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

ইউরোপের ১৫টি দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা লন্ডনের এই সম্মেলনে যোগ দেবেন। যুক্তরাজ্য ছাড়াও  ফ্রান্স, স্পেন,  জার্মানি, গ্রিস, নেদারল্যান্ডস,  পোল্যান্ড, উজবেকিস্তানে নিযুক্ত দূতেরা অংশ নেবেন সেখানে।  

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
টিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।